ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আবদুল্লাহ আল মামুনের জন্মদিনে থিয়েটারের আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

১২ জুলাই প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের  ৬৮তম জন্মদিন। এ উপলক্ষে থিয়েটার আবদুল্লাহ আল মামুনের জন্মবার্ষিকীতে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা।

এর মধ্যে রয়েছে স্মরণসভা ও নাটক প্রদর্শনী।
জাতীয় শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আজ বিকেল ৫টায় ‘আবদুল্লাহ আল মামুন স্মরণসভা’য় এই নাট্যবক্তিত্বর জীবন ও কর্ম নিয়ে মূল প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশ নেবেন দেশের খ্যাতনামা নাট্যব্যক্তিত্বরা। সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে প্রদর্শিত হবে আবদুল্লাহ আল মামুনের রচনা ও নির্দেশনায়  ‘মেরাজ ফকিরের মা’।


আবদুল্লাহ আল মামুনের নাটক নিয়ে আগামী শীত মৌসুমে থিয়েটারের একটি নাট্যোৎসব আয়োজনের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন দলপ্রধান ও আইটিআই প্রেসিডেন্ট রামেন্দু মজুমদার।

বাংলাদেশ স্থানীয় সময় ১০২৫, জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।