ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রীতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আহমেদ জুয়েল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে খরবটি প্রচারের পর রীতিমতো হইচই পড়ে গেছে প্রীতিভক্তদের মধ্যে।

কিন্তু লাস্যময়ী প্রীতি এ খবরের সত্যতা অস্বীকার করেছেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, আমার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই এমন খবর প্রচার করা হয়েছে। যারা এই খবর প্রচার করেছে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।  

শনিবার বিভিন্ন টিভি চ্যানেলের খবরে বলা হয়, ব্যালান্স শিট পূরণ না করা ও বার্ষিক আয় বিবরণী জমা না দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক প্রীতি জিনতা, শিল্পপতি নেস ওয়াদিয়া ও মোহিত বর্মনের বিরুদ্ধে ভারতের চণ্ডিগড়ের একটি আদালত ২৪ জুলাই এই পরোয়ানা জারি করেন।

ভারতের সংবাদ মাধ্যমে বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেএস সিধু। অবশ্য পরোয়ানাটি জামিনযোগ্য।  

তারকা অভিনেত্রী প্রীতি জিনতা এই পরোয়ানার কথা অস্বীকার করে সংবাদ মাধ্যমের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগ সাইট টুইটারের একাউন্টে তিনি লেখেন, ‘আমার বিরুদ্ধে জারি হওয়া কোনো গ্রেপ্তারি পরোয়ানার কথা আমি শুনিনি। আমার আইনজীবীরা বিষয়টি যাচাই করে দেখছেন। ’

তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই এই খবর প্রকাশ করা হয়েছে মন্তব্য করে তিনি টুইটারে দ্বিতীয়বার লেখেন, ‘যে গণমাধ্যমগুলো এই খবর প্রচার করেছে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। ’

তিনি সংবাদপত্রগুলোকে অনুরোধ করে বলেন, ‘আমি আশা করব সবাই এই খবর ছাপা থেকে বিরত থাকবেন। দয়া করে এটা ছাপানোর আগে যাচাই করে নিন আমার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কি-না। ’  

বাংলাদেশ সময় ১৯৩০, জুলাই ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।