ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সাদা চুল যেভাবে কালো করবেন

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
সাদা চুল যেভাবে কালো করবেন

একটি বা দুইটি চুল পাকলেই কালো করানোর জন্য উঠেপড়ে লাগেন কেউ কেউ। তখন মেহেদি দিয়ে চুলের রং ফেরাতে চেষ্টার কমতি রাখেন না অনেকেই।

আবার অনেকে সময় ও ঝামেলা এড়াতে বাজারের বিভিন্ন প্রসাধনী দিয়ে সাদা চুল কালো করে থাকেন। বাজারের প্রসাধনীতে রাসায়নিক পদার্থ থাকে, ফলে চুলের ক্ষতি হতে পারে। ঘরোয়া উপায়ে সাদা চুল কালো করা যেতে পারে, আসুন জেনে নিই—

* নারিকেল তেল-লেবুর রস

দুই টেবিল চামচ নারিকেল তেলে দু’চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলের কালো রং ফেরাতে বেশ উপকারী। রাতে ঘুমানোর আগে মাথার ত্বকে ভালো করে এই তেল মালিশ করে নিন। সকালে উঠে শ্যাম্পু করুন। তিন-চার সপ্তাহ ব্যবহার করলে চুলে কালো রং ফিরতে বাধ্য।

* আমলকি

চুলের যত্নে আমলকি কতটা উপকারী, তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। নারিকেল তেলে কাঁচা আমলকি ফেলে সেই তেল ফুটিয়ে নিন। এতে আমলকির রস তেলে মিশে যায়। এছাড়া আমলকি থেঁতো করেও দিতে পারেন নারিকেল তেলে। তেল ঠান্ডা হয়ে এলে চুলে মেখে নিন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। কয়েক দিনের ব্যবহারে চুল কালো হবে।

পেঁয়াজের রস:

পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিন। এবার সুতির কাপড়ের সাহায্যে রস ছেঁকে চুলের গোড়ায় লাগান। এতে কিন্তু সহজেই কিছু দিনের মধ্যে সাদা চুল কালো হয়ে যাবে।

আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী, অকালে চুল পেকে যাওয়ার পেছনে রয়েছে পিত্ত ও বাত দোষের ভারসাম্যহীনতা। রঞ্জক পিত্ত, পিত্তদোষের একটি অংশ, যা চুলের রঙের জন্য দায়ী। রঞ্জন পিত্তের কোনো ভারসাম্যহীনতায় মেলানিনের উৎপাদন কমিয়ে দিতে পারে। তার ফলে চুলে পাক ধরে। এছাড়া জেনেটিক্স, পরিবেশগত কারণ, মানসিক চাপ, সঠিক না খাওয়ার কারণে অকালে চুল পেকে যায়।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।