ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঘন ঘন কাশির সিরাপ খাচ্ছেন?

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
ঘন ঘন কাশির সিরাপ খাচ্ছেন?

আবহাওয়া পরিবর্তনের কারণে শরীর খারাপ হতে পারে। বিশেষ করে শীতকালে ঠান্ডা-সর্দি লেগেই থাকে।

শুরু হয় হাঁচি, সর্দি, কাশিসহ নানা সমস্যা। কাশি হলে অনেকে কাশির সিরাপও খেতে শুরু করেন। কিন্তু ঘন ঘন কাশির সিরাপ খেলে কী কী সমস্যা হতে পারে জানেন? চলুন জেনে নিই।

* কাশি হলেই সিরাপ খেয়ে ফেলি দ্রুত একটু আরাম পাওয়ার জন্য। সিরাপ খাওয়ার ফলে শুরু হয় ঘুম ঘুম ভাব, সারা দিন ক্লান্তি এবং এ কারণে কাজে আর মনই বসে না।  
* কাশির সিরাপে যা থাকে, তাতে রয়েছে এমন কিছু উপাদান, যা শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া ঘটাতে পারে। উপাদানগুলোর মধ্যে আছে মরফিন, ক্লোরোফর্ম ইত্যাদি।  
* কিছু গবেষণায় জানা গেছে, কাশির সিরাপে থাকা উপাদান হ্যালুসিনোজেনিক প্রভাব ফেলতে পারে মানুষের মনে।  
* কাশির সিরাপ খেলে দ্রুত কাশি কমে গেলেও শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।  
* অতিরিক্ত কাশির সিরাপ খেলে চোখে ঝাপসা দেখতে পারেন।
 * অতিরিক্ত কাশির সিরাপ খেলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, অস্থিরতা বা শ্বাস নিতে সমস্যা হতে পারে।  
* বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্যসহ পেটের সমস্যা হতে পারে অতিরিক্ত সিরাপ খেলে।  তাই সিরাপ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।