ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শখ থেকে শুরু, ক্ষুদ্র ব্যবসায় সফল নিপুন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
শখ থেকে শুরু, ক্ষুদ্র ব্যবসায় সফল নিপুন 

নিজেকে সাজিয়ে তুলতে ফ্যাশন সচেতন নারীরা দিন দিন ঝুঁকছেন হিজাব পরিধানে। দেশে হিজাবের বাজার বড় হয়েছে।

চাহিদার প্রয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে নানা ক্যাটাগরির হিজাব।  

শখ থেকে ক্ষুদ্র ব্যবসায় পরিণত হওয়া এমনই একটি হিজাবের অনলাইন দোকান ‘টপ হিজাব বিডি’।  

মাত্র ছয় বছরে এই প্রতিষ্ঠানটি সফলতার পরিচয় বহন করেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার নিপু হোসেন।  

বরিশালের মেয়ে নিপু হোসেনের ছেলেবেলা থেকে আগ্রহ ছিল আঁকিঝুঁকি ও ফ্যাশন ডিজাইনে। কিন্তু পরিবারের চাওয়াতে প্রাতিষ্ঠানিক বিদ্যা অর্জন করেছেন ব্যবসায় শিক্ষা শাখায়।

কখনো ভাবেননি পোশাকের সঙ্গেই জড়িয়ে যাবে তার কর্মজীবন। বর্তমানে নিপুর ফেসবুক পেইজ ‘টপ হিজাব বিডি’-তে বিভিন্ন রঙের প্রায় ৬৫ ধরনের হিজাব বিক্রি হচ্ছে।

নিপু হোসেন জানান, হঠাৎ এক বন্ধুর মাধ্যমে খোঁজ পান তুর্কি হিজাবের। শুরুতে নিজে পরার জন্য দুটি হিজাব সংগ্রহ করেন। আশেপাশের অনেকেরই সেগুলোর প্রতি আগ্রহ দেখতে পান ।
কিছু হিজাব এনে কাছের মানুষদের কাছে বিক্রিও করে দেন। পরিচিতদের গণ্ডি ছাড়িয়ে দূরের মানুষদেরও চাহিদা দেখতে পেয়ে পুরোপুরি ব্যবসায়িক চিন্তাটি আসে তার মাথায়।  

বর্তমানে তার অধীনে কাজ করছেন প্রায় ৩০ জন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।