ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অতিরিক্ত ধূমপানে অকালে বুড়িয়ে যেতে পারে ত্বক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মে ৩১, ২০২৪
অতিরিক্ত ধূমপানে অকালে বুড়িয়ে যেতে পারে ত্বক ছবি: প্রতীকী

ধূমপান করলে যে ফুসফুসের বারোটা বাজে সে তো অনেকেই জানেন। নিয়মিত সুখটানে যে ত্বকেরও ক্ষতি হয় তা হয়তো অনেকেই জানেন না।

কম বয়সে মুখে বলিরেখার সমস্যা, ঠোঁটে কালচে ছোপ, ত্বকের টান টান ভাব (ইলাস্টিসিটি) নষ্ট হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সিগারেট পুড়লে ধোঁয়ার সঙ্গে বেঞ্জিন, আর্সেনিক, ফর্মালডিহাইডের মতো কমপক্ষে পাঁচ হাজার রাসায়নিক নির্গত হয়, যা শরীর তো বটেই, ত্বকেরও ক্ষতি করে।

ত্বকের চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত ধূমপান করলে ত্বক ডিহাইড্রেটেড হয়ে পড়ে। ত্বকে র‌্যাশ, ব্রণের আধিক্য দেখা দিতে পারে। এর জন্য দায়ী সিগারেটের মধ্যে থাকা নিকোটিন। ত্বকের নিজস্ব প্রোটিন যেমন কোলাজেন, ইলাস্টিনের মাত্রা হ্রাস পায়। ফলে ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে। টান টান ভাবও নষ্ট হয়। বছর কুড়ির তরুণ-তরুণীর ত্বক দেখে প্রৌঢ় বলে ভুল হতে পারে। শরীরে বেশি নিকোটিন প্রবেশ করলে তার প্রভাবে ত্বক জেল্লা হারাতে পারে। কারণ এ রাসায়নিকের প্রভাবে ত্বকে প্রদাহজনিত সমস্যা বাড়ে।

সিগারেট খাওয়া বন্ধ করলে ত্বকে কেমন প্রভাব পড়তে পারে?
যাদের ধূমপানে আসক্তি রয়েছে তাদের জন্য এ কাজ ভীষণ কঠিন। তবে মাসখানেক যদি ধূমপান থেকে দূরে থাকতে পারেন তাহলে ত্বকে হারানো জেল্লা ফিরে আসতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ধূমপান বন্ধ রাখলে ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয়। ঠোঁটের কালচে ছোপ ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। সঠিকভাবে যত্ন নিলে ত্বকের টান টান ভাবও ফিরে আসে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ৩১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।