ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ট্রাভেলারের প্রয়োজন ফিটনেস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মে ৮, ২০২৪
ট্রাভেলারের প্রয়োজন ফিটনেস

বেড়াতে পছন্দ করেন, দেশের সৌন্দর্য দেখতে বা বিশ্বের বড় বড় পর্বত নিজের পায়ে উঠে যেতে চান স্বপ্ন দেখেন একদিন পাহাড়ের পর পাহাড় পাড়ি দেবেন তাহলে পায়ের জোরটাও তো তেমনই হতে হবে।  

ট্রাভেলারদের জন্য ফিট থাকা খুব প্রয়োজন।

ফিটনেস বাড়াতে পারেন নিয়মিত কিছু ব্যায়ামের মাধ্যমে।

যা করতে হবে 
•    পায়ের জোর বাড়াতে সোজা হয়ে দাঁড়িয়ে একটা পা সামনে এগিয়ে দিন। এবার পেছনের পা মুড়ে মাটির কাছাকাছি নিয়ে যান। সামনের পা স্বাভাবিক ভাবেই ভাঁজ হয়ে যাবে। ডান ও বাঁ পায়ে ১০ বার করে করুন।  

•    ছোট চৌকি নিয়ে দেওয়ালের দিকে ঠেলে দিন। এ বার পায়ের সামনে অংশ দিয়ে সিঁড়িতে ওঠা-নামার মতো করতে থাকুন। যত দ্রুত করবেন তত ভালো। সিঁড়ির প্রথম ধাপেও এটা করতে পারেন।

•    হার্ট ভালো রাখতে দেয়ালের সমান্তরালে দাঁড়িয়ে দু’হাত দেয়ালে রাখুন। দেয়াল থেকে শরীর কিছুটা দূরত্বে থাকবে। হাতের জোরে নয়, শরীরটা দেয়ালের দিকে ঠেলুন। কয়েক বার করার পরে বুঝতে পারবেন, চাপটা বুকে পড়ছে।  

এক মাস এই ব্যায়ামগুলো করলে নিজেই বুঝতে পারবেন, শারীরিক ক্ষমতা কতটা বেড়েছে। প্রথম দিকে ব্যায়ামের পরে পায়ে ব্যথা হবে। কয়েক দিন পরে ঠিক হয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ৮, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।