ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ভারী কানের দুল পরলেই ব্যথা? 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মে ৫, ২০২৪
ভারী কানের দুল পরলেই ব্যথা? 

লেহঙ্গা হোক বা শাড়ির সঙ্গে কানে বড় মাপের দুল পরার চল এখন ফ্যাশনে ভীষণ ‘ইন’। ভিড়ের মধ্যে সবার নজর কাড়তে ভারী দুল পরে নিলেও দুই চার ঘণ্টা কাটানোর পর কানে ব্যথা হয় অনেক সময়।

তবে ব্যথা হলেও সাজের সঙ্গে আপস করা যাবে না! তাহলে উপায়? ভারী দুল পরার সময়ে কি‌ছু কৌশল জানলে আর যন্ত্রণা সইতে হবে না। আসুন জেনে নিই সেই কৌশল:

বড় কোনো দুল পরার আগে কানের লতিতে ক্রিম মাখুন। কানের পাতায় হাত দেবেন না। শুকিয়ে এলে সাবধানে দুলটি পরুন। এতে ব্যথা হবে না আর কানে চাপও পড়বে না।  

ভারী কানের দুলের সঙ্গে ছোট ধূসর রঙের প্যাঁচ থাকে। এগুলো কানের লতিতে বেশি চাপ সৃষ্টি করে।  ফলে কানে ব্যথা হয়। এই ধরনের প্যাঁচের বদলে ভারী এবং বড় কানের দুলের সঙ্গে রবারের তৈরি প্যাঁচ ব্যবহার করুন। তাতে লতির ওপর বাড়তি চাপ পড়বে না।

ভারী কানের দুলের সঙ্গে সাধারণত আলাদা করে চেন দেওয়া থাকে। চেনের এক প্রান্ত দুলের সঙ্গে ও অন্য প্রান্তটি চুলের সঙ্গে বেঁধে নিলে ব্যথা লাগবে না কানে। আর কানের দুলের সঙ্গে কোনো চেন না থাকলে কিংবা চেন পরতে না চাইলে কানের ছিদ্রের পেছন দিকে একটি ব্যান্ডেড লাগিয়ে নিন। তার পরে দুলটি পরলে আর ব্যথা হবে না।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ০৫, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।