ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

যাদুকরী টি ট্রি অয়েল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মে ১, ২০২৪
যাদুকরী টি ট্রি অয়েল

বর্তমানে সব ধরনের শ্যাম্পু, ফেসওয়াশ ও অয়েন্টমেন্টে বহুল ব্যবহৃত একটি প্রাকৃতিক উপাদান টি ট্রি অয়েল। ত্বকের ক্ষত সারিয়ে তোলায় এটি অভাবনীয় সাফল্য এনে দিয়েছে।

অস্ট্রেলিয়ায় উদ্ভব টি ট্রি অয়েল; যেখানে ৩০০ প্রজাতির ‘টি ট্রি’ স্বভাবতই জন্মায়। সেখানকার বিভিন্ন নৃগোষ্ঠী যুগ যুগ ধরে টি ট্রি অয়েল বিভিন্নভাবে ব্যবহার করে আসছেন।

•    ত্বকের যেসব মারাত্মক সমস্যা নিমিষেই সমাধান দিতে পারে টি ট্রি অয়েল
•    খেলোয়াড়দের পায়ের ক্ষত সারাতে
•    আঙুলের ডগা নরম করতে 
•    কাটা-ছেঁড়া দূর করতে
•    ব্রণ দূর করতে
•    খুশকি তাড়াতে

নিচের পদ্ধতিগুলোর মাধ্যমে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন
- আক্রান্ত স্থানে সরাসরি এক-দুই ফোঁটা টি ট্রি তেল লাগাতে পারেন।
- ক্যারিয়ার তেল যেমন- নারিকেল, জলপাই ও বাদাম তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।  
- ঘর পরিষ্কার করার ডিটারজেন্টের সঙ্গেও দু-এক ফোঁটা মিশিয়ে ব্যবহার করা যায়।  
- খুশকি এবং উকুনের চিকিৎসা হিসেবে গরম পানির সঙ্গে মিশিয়ে মাথায় ব্যবহার করতে পারেন।  
- গোসলের পানিতে পাঁচ-ছয় ফোঁটা মিশিয়ে দিন।

আপনি কি টি ট্রি অয়েল কখনো ব্যবহার করেছেন না করে থাকলে আজই চেষ্টা করে দেখতে পারেন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মে ০১, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।