ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ইতালিয়ান ফুড ব্রাঞ্চ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
ইতালিয়ান ফুড ব্রাঞ্চ

ইতালিয়ানদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা কাজের পাশাপাশি নিজের জীবনকেও উপভোগ করতে জানে। তাই এবার অতিথিদের জন্য পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকা নিয়ে এসেছে ইতালিয়ান-থিমড ব্রাঞ্চ।

হোটেলটির বুফে রেস্টুরেন্ট লেটেস্ট রেসিপিতে থাকছে এই আয়োজন।  

শুক্রবার (২৬ এপ্রিল দুপুরে) আয়োজনের উদ্বোধন করেন হোটেলের জেনারেল ম্যানেজার কনস্টান্টিনোস এস. গ্যাভরিয়েল। আর এই ব্রাঞ্চ পরিচালনা করবেন ইতালিয়ান শেফ ক্রিস্টিয়ানো ম্যারিসও।  

কেবল খাবার দিয়েই ব্রাঞ্চের আয়োজন করা হয়নি আরও থাকছে কমপ্লিমেন্টারি পুল এক্সেস, ম্যাজিশিয়ান, লাইভ এন্টারটেইনমেন্ট এবং থিমড ডেকোরেশন।  

উৎসব চলাকালে রিসোটো, পিজা, পাস্তা, ইনশালাটা দ্য গ্যাম্বরি, আরানচিনি, তিরামিসুসহ ইতালিয়ান শেফের তৈরি নানা খাবারের অনন্য স্বাদ নিতে জনপ্রতি খরচ পড়বে ৬৬০০ টাকা।  

এছাড়া বিভিন্ন ব্যাংক ও টেলিকম কোম্পানির গ্রাহকদের জন্য নির্ধারিত বিশেষ ছাড়ে থাকছে বাই ওয়ান গেট টু অফার।  

ইতালিয়ান-থিমড ব্রাঞ্চ অফারটি থাকবে প্রতি শুক্রবার। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অফার উপভোগ করতে পারবেন ভোজনবিলাসীরা।  

আয়োজনটি চলবে ৩০ জুন পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।