ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মুখে-গলা-ঘাড়ে কালো ছোপ?

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
মুখে-গলা-ঘাড়ে কালো ছোপ? ছবি: সংগৃহীত

আমাদের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে সুন্দর দাগহীন মসৃণ ত্বকের ওপর। তবে মুখে, হাতে, পায়ে, গলায় বা ঘাড়ে অনেক সময় বিরক্তিকর কিছু দাগ পড়ে যায়।

যেগুলো নিয়ে অনেকেই আবার বিব্রত থাকি। এমন সমস্যা থেকে মুক্তি পেতে জেনে নিন ঘরোয়া উপায়ে:

গোলাপজল ও সমপরিমাণ লেবুর রস মিশিয়ে তুলা দিয়ে মুখের দাগে লাগাতে হবে। এতে ধীরে ধীরে দাগ কমে আসবে।

ত্বকের যেকোনো দাগ সারাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ল্যাভেন্ডার অয়েল। পানিতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান।  

ব্রণের দাগ দূর করতে একটি পাকা টমেটোর রস, শশার রসের সাথে মিশিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন বার এই প্যাকটি লাগান।  

গলা-ঘাড়ের কালো দাগ দূর করতে ২ টেবিল চামচ বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে তিন মিনিট ঘষুন এবং শুকানোর জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম বা অলিভ অয়েল লাগিয়ে নিন।

হাতের কনুই ও পায়ের হাঁটুর বসে যাওয়া শক্ত কালো দাগ দূর করতে হলুদের জুড়ি নেই। এক টেবিল চামচ মধুর সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে প্যাক হিসেবে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। শুকিয়ে গেলে ঘষে ঘষে তুলে পানি দিয়ে ধুয়ে নিন। যেকোনো দাগ দূর করতেই একটু ধৈর্য ধরে যত্ন নিতে হবে। একবার কোনো প্যাক মেখেই দাগ চলে যাবে এটা ভাবা ঠিক নয়। নিয়মিত যত্ন নিয়ে, দাগহীন ত্বকে সুন্দর থাকুন।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।