ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মিডিয়া পার্টনার বাংলানিউজ

ঢাকা কলেজে ম্যাংগোলির স্পনসরে নবীন বরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
ঢাকা কলেজে ম্যাংগোলির স্পনসরে নবীন বরণ

ঢাকা: ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক ক্লাসে ভর্তি হওয়াদের (এইচএসসি) নবীন বরণ অনুষ্ঠিত হবে ৩০শে জুলাই সোমবার সকাল ১০টায়।

একই সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পাওয়া ঢাকা কলেজের দুই ছাত্রকে সংবর্ধনা দেওয়া হবে।



এ অনুষ্ঠানের টাইটেল স্পনসর ম্যাংগোলি ম্যাংগো জুস। মিডিয়া পার্টনার বাংলাদেশের সবচেয়ে বেশি পঠিত নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এবং সার্বিক সহযোগিতায় ডেল গ্রুপ।
 
ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শহীদ খুররম অডিটোরিয়ামে এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনীর হাসান, বিশেষ অতিথি থাকবেন গ্লোব গ্রুপের এক্সিকিউটিভ প্রতিনিধি।

ঢাকা কলেজের শিক্ষার্থী সৌরভ দাস ও নুর মোহাম্মদ শফিউল্লাহ আর্জেন্টিনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পায়। এর মধ্যে সৌরভ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের এবং নরু মোহাম্মদ ১ম বর্ষের শিক্ষার্থী।

অনুষ্ঠানে বিজ্ঞান ক্লাবের ওপর প্রামাণ্যচিত্র, ফান গেম শো, র‌্যাফেল ড্র, সেমিনার, পুরষ্কার প্রদান ও সবশেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠ‍ান।

র‌্যাফেল ড্র বিজয়ী ১০০ জনকে বাংলানিউজের সৌজন্যে দেওয়া হবে বিনোদন পার্ক  নন্দনের সবগুলো রাইডের ফ্রি টিকিট।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।