ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সাহসিকা-নারী উদ্যোক্তা সমাবেশ ৮ মার্চ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
সাহসিকা-নারী উদ্যোক্তা সমাবেশ ৮ মার্চ 

‘বাধ ভেঙে দাও’ স্লোগানে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সারাদেশের প্রায় ৫০০ উদ্যোক্তার অংশগ্রহণে নারী উদ্যোক্তা সমাবেশ ও সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট (উই), বাংলাদেশ ও নেদারল্যান্ড ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন সংস্থা  PUM. এর সহযোগিতায় স্বপ্নশীলন ও Career Care এর আয়োজনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বীর মুক্তিযোদ্ধা মিলনায়তনে এ আয়োজনে উদীয়মান উদ্যোক্তাদের সম্মাননা দানসহ দেশি বিদেশি বিশেষজ্ঞ, বক্তা ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পণ্য বা সেবার মান নিশ্চিতকরণ, বাজারজাতকরণ, প্রচার কৌশল, নেটওয়ার্কিং, অর্থায়ন প্রক্রিয়াসহ খুঁটিনাটি বিষয়ে পরামর্শ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

এছাড়া Inspiring Women Towards Smart Bangladesh শীর্ষক প্যানেল আলোচনাও থাকবে।  

উৎসবমুখর এ আয়োজনের পৃষ্ঠপোষক সিটি ব্যাংক, সহযোগিতায় আইডিএলসি, পুষ্টি, আস্থা লাইফ ইনস্যুরেন্স, ম্যাগি ও নিউট্রিশন সি। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলানিউজ২৪.কম।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।