ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রঙ বাংলাদেশে বসন্ত উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
রঙ বাংলাদেশে বসন্ত উৎসব

পহেলা ফাল্গুন উপলক্ষে বসন্ত উৎসবের আয়োজন করেছে ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ।  

পোশাক ও অন্য সব সামগ্রীতে এনেছে ফাগুনের ছোঁয়া।

বসন্ত আয়োজনের পোশাক ডিজাইনে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ফোর অ্যালিমেন্টসের চার উপাদানের একটি আর্থ বা মাটি। আগুন, পানি, মাটি ও বাতাস। গ্রিক মিথোলজি মতে এই চার উপাদানে গঠিত হয়েছে বিশ্বব্রহ্মাণ্ড।  

হাফসিল্ক, রেগুলার কটন, উইভিং কটন, মিক্সড কটন, স্ল্যাব কটন, ভয়েল, লিনেন ও ধুপিয়ান কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানান ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড ওয়েস্ট রঙ আর রঙ জুনিয়রের পোশাকেও রয়েছে বসন্তের আমেজ।  

রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা, মগসহ অন্যান্য সামগ্রী।  

বাচ্চাদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক।  

ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাওয়া যাচ্ছে বসন্ত উৎসবের আয়োজন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।