ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ছুটির দিন কাটুক বইমেলায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
ছুটির দিন কাটুক বইমেলায়

সারা সপ্তাহের কর্মব্যস্ততা শেষে সবাই খানিকটা অবসর কাটানোর সুযোগ পান ছুটির দিনে। এই সময়টা কেউ কেউ ঘুমিয়ে কাটানোর চেষ্টা করেন।

কেউ কেউ পরিবার-প্রিয়জনের সঙ্গে ঘোরাঘুরি বা বেড়াতে পছন্দ করেন। তরুণ-তরুণীদের অনেকে বন্ধুদের সঙ্গে আড্ডাবাজিতেও কাটান ছুটির সময়টা।

ভাষার মাস ফেব্রুয়ারিতে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলা। ছুটির দিনে বইমেলাও হতে পারে ঘোরাঘুরি ও বেড়ানোর জায়গা।

যেমন, পরিবার-পরিজন নিয়ে ছুটির দিনের বিকেলটায় বইমেলায় গেলেন। বাচ্চাদের পরিচয় করিয়ে দিতে পারলেন নতুন বইয়ের সঙ্গে। ফাঁকে ঘুরে ঘুরে নিজের পছন্দের বইটাও কেনা হলো। মেলায় সিসিমপুরসহ শিশুদের মন ভালো করারও কিছু স্টল আছে। ফলে আপনার শিশু সন্তানের সময়টাও দারুণ কাটতে পারে।

আবার, বন্ধুরা কর্ম-সংসারে ব্যস্ত হয়ে একেকজন শহরের একেক প্রান্তে থাকেন। ছুটির দিনে হয়তো সবারই অবসর মেলে। তাই আগেই মোবাইল ফোনে যোগাযোগ করে মিলিত হওয়া যায় বইমেলায়। সেখানে ঘোরাঘুরিও হলো, আবার কেউ চাইলে বন্ধুকে পছন্দের বইটা উপহারও দিতে পারলেন।

তাছাড়া, মেলায় ছবি তোলার নানান ফ্রেম, মুখরোচক খাবারের আয়োজন মনটাকে করতে পারে ফুরফুরে। তো, ছুটির দিনটা তাহলে কাটুক বইমেলায়।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।