ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পারফিউম বেশি সময় স্থায়ী করতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
পারফিউম বেশি সময় স্থায়ী করতে যা করবেন

সব ঋতুতেই আমরা পারফিউম ব্যবহার করে থাকি। অফিস, ঘরোয়া অনুষ্ঠানে, রেস্তোরাঁ বা যেকোনো আনন্দঘন মুহূর্তে পারফিউমের কদর বেশি।

 পারফিউমের সুবাস দীর্ঘস্থায়ী হওয়ার জন্য জানতে হবে শরীরে কোনো অংশে ও কখন ব্যবহার করলে উপকার পাওয়া যায়। শরীরে দুর্গন্ধের সঙ্গে লড়াই করার জন্য পারফিউম ব্যবহার করানো খুবই জরুরি।

পারফিউম কেনার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে

সব সময় একই সৌরভের পারফিউম ব্যবহার না করে অন্যগুলোও ট্রাই করতে পারেন।

টেস্ট করার সময় শরীরের একটু দূরে রেখে স্প্রে করুন, এতে পারফেক্ট সৌরভটা বুঝতে পারবেন। স্প্রে করার এক মিনিট পরে আসল সৌরভ আমরা বুঝতে পারি। ঠিকঠাক সৌরভ পেতে প্রতিটি পারফিউম টেস্ট করে কফির বিনের গন্ধ নিন।

স্প্রে করে সঙ্গে সঙ্গে ঘষে ত্বকে মিশিয়ে নেই অনেকে, এটা করার কোনো প্রয়োজন নেই।

শুধু স্প্রে করেই সঠিক সৌরভ পেতে পারি। এজন্য দামি ব্র্যান্ডের পারফিউম কিনুন। সৌরভের ক্ষেত্রেও খেয়াল রাখুন এটা যেন নিজের বা অন্যের কাছে অস্বস্তির কারণ না হয়।

পারফিউমের ব্যবহার:

আমরা সাধারণত পোশাকে পারফিউম স্প্রে করে থাকি, তবে সৌরভ দীর্ঘ সময় রাখতে হাতের কবজি, কনুইয়ের ভাঁজের অংশ, কানের পেছনে ও গলায় দিতে পারেন। অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করবেন না। গয়নায় পারফিউম স্প্রে করা যাবে না।

ফ্রিজে, ওয়াশরুমে বা জানালার পাশে পারফিউম রাখবেন না। শুষ্ক এবং ঠাণ্ডা জায়গায় সুগন্ধি সংরক্ষণ করুন।

সবচেয়ে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। শুনে অবাক লাগলেও এটাই সত্যি।  সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না।  এতে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে।

চিরুনিতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ান।

গলা ও কানের দুই পাশে পারফিউম লাগাতে পারেন। তাতে সুগন্ধ-ই দীর্ঘক্ষণ থাকে।

গলায় স্প্রে করার সময় চোখের দিকে খেয়াল রাখবেন। খুব বেশি দূর থেকে গলায় স্প্রে করবেন না।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।