ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে 

ভূমিকম্পের কোনো আগাম সতর্কবার্তা বা প্রতিরোধ ব্যবস্থা নেই। তাই জনসচেতনতা ও যথাযথ পূর্ব-প্রস্তুতিই পারে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে।

এ জন্য যা জানতে ও মানতে হবে-
•    কম্পন না থামা পর্যন্ত খাট, ডাইনিং টেবিল, ও রুমের কোণে আশ্রয় নিতে হবে
•    চুলা, বিদ্যুৎ চালিত কিছু জ্বালানো থাকলে বন্ধ করতে হবে
•    জানালার পাশে দাঁড়ানো একদমই যাবে না
•    উঁচু ভবনে থাকলে লিফট ব্যবহার করা যাবে না
•    আর আপনি যদি যানবাহনে চলাচল করেন, এমন অবস্থায় ভূমিকম্প শুরু হয়, তখন আপনাকে রাস্তার পাশে খোলা জায়গায় গাড়ির ইঞ্জিন বন্ধ করে অবস্থান করতে হবে
•    ভূমিকম্পের সময় টর্চলাইট হাতে রাখা প্রয়োজন
•    ভূমিকম্পের সময় ভাঙা দেয়ালে আপনি যদি চাপা পড়েন তাহলে, কোনো রকম নড়াচড়া করবেন না এবং শ্বাসনালিতে যাতে ধুলাবালি ঢুকতে না পারে সেজন্য যথা সম্ভব নাক-মুখ হাত দিয়ে ঢেকে রাখতে হবে। সেক্ষেত্রে উদ্ধার কর্মীদের খবর দেওয়ার চেষ্টা করতে হবে।

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, বাংলাদেশে রিখটার স্কেল ৬.৯ মাত্রায় ভূমিকম্প হলে শুধু রাজধানী ঢাকাতেই ৭২ হাজার ভবন ধসে পড়বে সেই সঙ্গে লাখ লাখ মানুষ মৃত্যু বরণ করবে। বহুতল ভবন নির্মাণ করার আগে আমাদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

•    বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানা
•    অবকাঠামোগুলোতে রেইনফোর্সড কংক্রিট ব্যবহার
•    গ্যাস ও বৈদ্যুতিক লাইন নিরাপদ ভাবে তৈরি করতে হবে
•    জলাশয় ভরাট করেই বাড়ি বা স্থাপনা নির্মাণ করা যাবে না
•    প্রতিটি তলা একই রকম রাখতে হবে
•    বাড়ি নির্মাণের সময় M.S. রড এবং R.C.C কলাম ব্যবহার করতে হবে।
আসুন-আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রেখে জীবনকে নিরাপদ রাখার চেষ্টা করি।  

বাংলাদেশ সময় ১১৪৯ ঘণ্টা,ডিসেম্বর ০২,২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।