ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মাছি তাড়ানোর ঘরোয়া ১০ উপায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
মাছি তাড়ানোর ঘরোয়া ১০ উপায়

মশা তাড়ানোর বিভিন্ন উপায় আমাদের জানা থাকলেও মাছি দূর করার কার্যকর উপায়ের অভাবে প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। খাবার ঢাকনি ছাড়া এক মিনিট রাখলেই মাছি বসে যায়।

এছাড়া রান্নাঘরে মাছির উৎপাত সবসময় লেগেই থাকে। অস্বাস্থ্যকর মাছি নানা ধরনের রোগজীবাণু বহন করে। ফলে রান্নাঘর বা ঘর থেকে মাছি দূর করা খুব জরুরি। জেনে নিন কিছু কার্যকর উপায় সম্পর্কে।  

১. ঘর মোছার পানিতে খানিকটা ভিনেগার মিশিয়ে নিন। কয়েক দিন পরপর এভাবে ঘর মুছলে কমে যাবে মাছির উপদ্রব।

২.মোমবাতি জ্বালিয়ে রাখলে মাছি বের হয়ে যায়।

৩. লেবু অর্ধেক করে কেটে উপরে লবঙ্গ গেঁথে খাবার টেবিলের ওপর রেখে দিন। মাছির আনাগোনা কমে যাবে।  

৪. নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছুন। অন্যান্য জায়গায় মুছতে পারেন। মাছি আসবে না আর।

৫. ফিনাইল দিয়ে ঘর মুছুন। মাছি দূর হবে।  

৬. নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন। মাছির আনাগোনা কমে যাবে।

৭. জানালায় নেট লাগিয়ে দিন। মাছি আসবে না ঘরে।

৮. ডিশ ওয়াশিং সোপ, পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করুন রান্নাঘরে।

৯. বাসায় রাখতে পারেন পুদিনা, লেমনগ্রাস ও তুলসী গাছ। এই গাছগুলো থাকলে মাছির আনাগোনা কমবে।  

১০. কাচের বয়ামে আপেল সাইডার ভিনেগার ঢালুন অর্ধেকের কম পরিমাণে। কাচের বয়ামের খোলা মুখে কাগজের একটি ফানেল বসিয়ে দিন। ভিনেগারের গন্ধে মাছি এসে ঢুকবে ভেতরে, কিন্তু বের হতে পারবে না। খাবার টেবিলে রাখতে পারেন এই ফাঁদ।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।