ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হালকা সাজেই সুন্দর সন্ধ্যার পার্টিতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
হালকা সাজেই সুন্দর সন্ধ্যার পার্টিতে

প্রায়ই সন্ধ্যার পার্টিতে কোনোদিন বন্ধুর বাড়িতে আবার কখনো রেস্টুরেন্টে যেতে হয়। এ সময় কীভাবে সাজবেন এটাই তো ভাবছেন? জেনে নিন-

  • প্রথমে ব্রাশ দিয়ে এমনভাবে লিকুইড ফাউন্ডেশন মুখে ব্লেন্ড করে দিন যাতে ত্বকের সঙ্গে মিশে যায়।
    এতে মুখ অনেকটা স্বাভাবিক লাগবে এবং মেকআপের বেইজও ভালো হবে। সঠিক বেইজ মেকআপ করা খুবই জরুরি। এরপর কনসিলার দিয়ে মুখের দাগ এবং চোখের নিচের কালো দাগ ঢেকে দিন।
  • এবার একটি পাফ ভিজিয়ে পুরো মুখে প্যানকেক লাগিয়ে নিন। ডার্ক ব্রাউন কালার শ্যাডো দিয়ে কন্টোলিং করে নিন।
  • চিক এবং কানের মাঝ বরাবর কন্টোলিং করবেন। সবশেষে ফিনিশিং পাউডার দিয়ে বেইজ সেট করুন।
  • চোখে হালকা ব্রাউনিশ আইশ্যাডো দিন। চোখের হাইলাইটসে সিমারি শ্যাডো লাগান।
  • এবার চোখে টেনে আইলাইনার দিন। ডার্ক ব্রাউন কালার শ্যাডো দিয়ে আইব্রো শেপ করে নিন।
  • চোখের নিচের দিকে একটু কাজল দিতে পারেন। আইল্যাশ লাগিয়ে গাঢ় করে মাশকারা দিন।
  • এবার ঠোঁটে স্কিন কালার লিপস্টিক দিন। হালকা একটু গ্লস দিতে পারেন।
  • চুলগুলো সামনের দিকে হালকা পাফ করে নিন। পেছনের চুলগুলো পেঁচিয়ে ওপরের দিকে ক্লিপ দিয়ে আটকে নিন। ব্যস, মেকআপ পরিপূর্ণ।
  • অবশ্যই প্রত্যেকটি প্রসাধনী যেন ভালো ব্যান্ডের হয় সেদিকে খেয়াল রাখবেন।

কেউ শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কেউবা সালোয়ার কামিজে কেউ আবার ওয়েস্টার্ন আউটফিট-যাই পরুন লক্ষ্য রাখুন যেন স্বাচ্ছন্দ্যবোধ করেন ও অনুষ্ঠানের সঙ্গে মানিয়ে যায়।

বেশি গহনা পরার দরকার নেই। পোশাকের সঙ্গে মিলিয়ে কানে ছোট্ট একটি দুল। তবে মিষ্টি ঘ্রাণের সুগন্ধি দিতে একদমই ভুলবেন না যেন।

সুস্থ ও সুন্দর থাকতে বেশি পরিমাণে ভিটামিন এ এবং সি সমৃদ্ধ খাবার খান। প্রতিদিন অন্তত ১০ গ্লাস পানি পান করুন। ত্বক ভেতর থেকে সুস্থ ও সুন্দর থাকবে। মেকআপ করলেও পুরো সৌন্দর্য সবার সামনে ধরা দেবে।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।