ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ইনডোর প্ল্যান্টের যত্নে ৫ নিয়ম

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
ইনডোর প্ল্যান্টের যত্নে ৫ নিয়ম

ইনডোর প্ল্যান্টের ব্যবহার যে ঘরে শুধুমাত্র সতেজতাই নিয়ে আসে এমনটা নয়, বরং সৌন্দর্য বাড়াতেও এর জুড়ি নেই। তবে অনেকেই মনে করেন ইনডোর প্ল্যান্টের বেশি যত্নের প্রয়োজন নেই।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ গাছের তুলনায় ইনডোর প্ল্যান্টের বেশি যত্নের প্রয়োজন। তাই ঘরে থাকা গাছের যত্ন নিতে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখুন।

* ঘরে আছে বলে নিয়মিত পানি দেবেন না, তা কিন্তু নয়। রোজ অল্প অল্প করে পানি দিন। তবে নজর রাখবেন পাত্রে যেন পানি জমে না থাকে।

* গাছ কখনোই অল্প আলো বা কড়া রোদে রাখবেন না। গাছ এমন জায়গায় রাখুন সব সময় পর্যাপ্ত আলো বাতাস পায়।

* কখনোই এসির নিচে রাখবেন না গাছ। চেষ্টা করুন গাছ রাখার জায়গাটা এসির থেকে দূরেই রাখুন। এতে গাছ ঠিকঠাক বৃদ্ধি পাবে।

* পানিতে কাপড় ভিজিয়ে মাঝে মধ্যে গাছের পাতা পরিষ্কার করুন। কিংবা কাঁচা দুধ তুলাতে ভিজিয়ে গাছের পাতা মুছে দিন। এ উপায়ে তরতাজা থাকবে গাছ।

* লক্ষ্য রাখুন গাছের টবে যেন পোকামাকড় না আসে। কাঁচা দুধের মধ্য়ে কিছুটা হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন, এতে পোকামাকড় হবে না।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।