ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সহজে টাই বাঁধার নিয়ম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
সহজে টাই বাঁধার নিয়ম 

শীতে অফিস বা পার্টিতে যেকোনো সময়ই টাই পরা যায়। কিন্তু সমস্যা হয়, যদি টাই বাঁধতে না জানেন।

আসুন জেনে নেই খুব সহজে টাই বাঁধার নিয়ম।  

 টাইয়ের দু’টি প্রান্ত থাকে। একটি সরু, অন্য প্রান্তটি চওড়া হয়।

মাথায় রাখবেন, চওড়া প্রান্তটি সবসময় ওপরে থাকে। সরু প্রান্তটি ঢাকা থাকে তার নিচে।
টাই বাঁধার জন্য প্রথমে সেটি ঘাড়ের ওপর থেকে সামনের দিকে ঝুলিয়ে দিন। সরু প্রান্তটি থাকবে বাঁদিকে আর চওড়া প্রান্তটি থাকবে ডানদিকে। এবার চওড়া প্রান্তটি গলার কাছে থাকা সরু প্রান্তের ওপর দিয়ে ঘুরিয়ে নিচে আনুন। দেখবেন একটা ফাঁস তৈরি হয়।

একইভাবে আরও একবার সরু অংশের ওপর দিয়ে ঘুরিয়ে ফাঁসের নিচ দিয়ে ঢুকিয়ে থুতনির দিকে টানুন।

এবার তৈরি হওয়া ফাঁসের মধ্যে দিয়ে গলিয়ে হালকা করে টেনে দিন। এইতো আপনি টাই বেঁধে ফেলেছেন।  

আপনার রুচি ও ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায় এমন যেকোনো রঙের টাই পরতে পারেন। দেশের সব শপিং সেন্টারেই টাই পাওয়া যায় দাম ৩০০ টাকা থেকে শুরু।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।