ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবী কংগ্রেস ঢাকা বার শাখার কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
আইনজীবী কংগ্রেস ঢাকা বার শাখার কমিটি ঘোষণা

ঢাকা: নির্বাচন কমিশনে নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস এর সহযোগী সংগঠন বাংলাদেশ আইনজীবী কংগ্রেসের ঢাকা বার শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।  

বুধবার (১৯ জানুয়ারি) ঢাকা জজ কোর্ট সংলগ্ন একটি রেস্তোঁরায় এই কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটিতে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মল্লিককে সভাপতি, অ্যাডভোকেট আব্দুর রউফ খানকে সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট সুলতান আহম্মেদ খানকে সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট মনজুদার রহমান প্রামাণিক সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ আইনজীবী কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আওয়ালের সভাপতিত্বে কমিটি ঘোষণা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে দলের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
কেআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।