ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

সুনামগ‌ঞ্জে শিশু মুসা হত্যা: আসামি তিনদিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:৫৪ পিএম, ডিসেম্বর ২২, ২০২০
সুনামগ‌ঞ্জে শিশু মুসা হত্যা: আসামি তিনদিনের রিমান্ডে

সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহ‌রের হাসন নগ‌রে পাথর দি‌য়ে মাথা থেত‌লে চার বছ‌রের শিশু এনামুল হক মুসা হত্যা মামলার আসামি আব্দুল হা‌লিম ওর‌ফে ওমর ফারুকের (২৮) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে আসামিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই এলাহীর আদালতে তুলে পুলিশ পাঁচদিনের রিমান্ড চাইলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গত ১১ ডিসেম্বর দুপুরে হাছন নগর এলাকার গুজাউড়ায় পাথর দিয়ে মুসার মাথা থেতলে হত্যা করা হয়। এ ঘটনায় আব্দুল হা‌লিম ওর‌ফে ওমর ফারুক‌ নামে এক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়। মুসা শহরের গুজাউড়া এলাকার নুরুল হকের ছেলে।

বাংলাদেশ  সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসআই
 

বাংলাদেশ সময়: ৩:৫৪ পিএম, ডিসেম্বর ২২, ২০২০ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।