ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

স্কুলছাত্র হত্যা মামলায় এক নারীর মৃত্যুদণ্ড, এক নারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
স্কুলছাত্র হত্যা মামলায় এক নারীর মৃত্যুদণ্ড, এক নারীর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নারী। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে স্কুলছাত্র তোফায়েল হত্যা মামলায় এক নারীর মৃত্যুদণ্ড ও অপর এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

 

রোববার (২৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।  

রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রিনা আক্তার আদালতে উপস্থিত ছিলেন।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-জেলা শহরের বত্রিশ এলাকার বাসিন্দা দুলাল ভুঁইয়ার স্ত্রী রিনা আক্তার ও মেয়ে জুয়েনা আক্তার।  

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ মার্চ সন্ধ্যায় কিশোরগঞ্জের বত্রিশ এলাকার আখড়ায় পূঁজা দেখতে গেলে তোফায়েলের সঙ্গে রাসেল ভুঁইয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তোফায়েলকে আসামিরা লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পর ১১ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত তোফায়েলের বাবা আওলাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় তিন জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।  

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালিন কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব তদন্ত শেষে আদালতে তিন জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় রোববার (২৯ নভেম্বর) দুপুরে এ রায় দেন বিচারক।

অপর আসামি রাসেল ভুঁইয়ার (১২) বয়স কম থাকায় নারী শিশু নির্যাতন দমন আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।  
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম ও আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।