ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জামালপুরে সন্তানকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
জামালপুরে সন্তানকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরে পাঁচ মাস বয়সী সন্তানকে হত্যার দায়ে মোস্তুফা (৩২) নামে এক বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জামালপুর দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার আলী এ রায় দেন।   দণ্ডপ্রাপ্ত মোস্তুফা পার্শ্ববর্তী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার দুধনই গ্রামের আব্দুল করিমের ছেলে। রায়ের সময় মোস্তুফা পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ মে বিকেলে একটি মোবাইলের জন্য স্ত্রী রোজিনার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার পাঁচ মাস বয়সী নিজ সন্তান আসিফকে পা ধরে চৌকির সঙ্গে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পাষণ্ড বাবা মোস্তুফাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে পরদিন ২০ মে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে নয়জন সাক্ষী দেন।  

জামালপুর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নির্মল কান্তি ভদ্র বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।