ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে মাদক সেবনের দায়ে সানোয়ার হোসেন সেন্টু (৪০) নামে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত সেন্টু উপজেলার সদর ইউনিয়নের সদর বাজারের দক্ষিণ বন্দর এলাকার মৃত আব্দুল মান্নান হোসেন তালুকদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে তা বাসা থেকে গাঁজাসহ তাকে আটক করেন। পরে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথির ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন। সেন্টুকে আগেও একাধিকবার মাদকসহ আটক করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।