ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বাগেরহাট আইনজীবী সমিতির আদালত বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
বাগেরহাট আইনজীবী সমিতির আদালত বর্জন

বাগেরহাট:  আইনজীবীদের সঙ্গে খারাপ ব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন কর্মসূচি শুরু করেছে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল থেকে বাগেরহাট জেলা জজ আদালতের বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মো. আসাদুল্লাহ ও সদর সহকারী জজ আদালতের বিচারক মো. মাজহারুল হকের আদালত বর্জন শুরু করেছেন সমিতির সদস্যরা।

১৯ অক্টোবর বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবীরা এ বর্জন কর্মসূচিতে অংশ নেন।  

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু বলেন, আইনজীবীদের সঙ্গে খারাপ ব্যবহার ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আমরা বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মো. আসাদুল্লাহ ও সদর সহকারী জজ আদালতের বিচারক মো. মাজহারুল হকের প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য তাদের আদালত বর্জন করা হয়েছে। সমিতির কোনো সদস্য যদি এ সিদ্ধান্ত অমান্য করে গঠনতন্ত্র অনুযায়ী অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হন, তাহলে তার সদস্য পদ ও কল্যাণ তহবিল বাতিল করা হবে।

বাংলাদেশ  সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।