ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অধস্তন দেওয়ানি আদালতে ডিসেম্বরের ছুটি কমলো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
অধস্তন দেওয়ানি আদালতে ডিসেম্বরের ছুটি কমলো

ঢাকা: করোনাকালীন প্রেক্ষাপটে অধস্তন দেওয়ানি আদালতগুলোর ডিসেম্বরের অবকাশকালীন ছুটি কমানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে বলা হয়, গত ৮ অক্টোবর বিকেল সোয়া ৪টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধস্তন দেওয়ানি আদালতগুলোতে ২০২০ সালের ডিসেম্বর মাসের ২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।