ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পল্লবীতে কিশোরী গণধর্ষণ মামলায় ৪ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
পল্লবীতে কিশোরী গণধর্ষণ মামলায় ৪ জন রিমান্ডে প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার চার যুবকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. জুয়েল, আব্দুর রহমান মিন্টু, হৃদয় ও আলামিন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) আবু সাইদ আল মামুন চার আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে মোহাম্মদ আমিন আহমেদ (হীরা) রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (১১ অক্টোবর) ভোরে মিরপুর পল্লবী কালশী কবরস্থান এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি নোয়াখালী।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে জানান, দু’দিন আগে রাজধানীর কালশীতে ওই কিশোরী তার বাবার কাছে বেড়াতে আসে। শনিবার (১০ অক্টোবর) রাতে সে রাগ করে বাড়ির বাইরে গিয়ে রাস্তায় বসে কান্না করতে থাকে। এক পর্যায়ে আলামিন, জুয়েল, মিন্টু ও হৃদয় নামে চার যুবক ওই কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কালশী কবরস্থান এলাকার একটি মেসে নিয়ে তাকে গণধর্ষণ করে।

রোববার সকাল ৭টার দিকে ধর্ষণের শিকার ওই কিশোরী নিজেই পল্লবী থানায় এসে বিষয়টি জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই চার যুবককে আটক করে।

এ ঘটনায় মামলা হলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

ওই কিশোরীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি ওয়াজেদ আলী।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
কেআই/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।