ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কিশোরগঞ্জে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
কিশোরগঞ্জে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা, ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে আব্দুর রহমান আমিন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও অপর চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কাশেম, নজরুল, লিটন ও আব্দুস সাত্তার।  যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-খোকন, সিরাজ উদ্দিন ওরফে সিরাজ, কান্তু মিয়া ও সাহেদ।

মামলার বিবরণে জানা যায়, সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর আব্দুর রহমান আমিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের শিংগুয়া গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। শিংগুয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে কাশেম, সিরাজ ও নজরুলের সঙ্গে তার বিরোধ ছিল। এর জের ধরে ২০০৬ সালের ২৩ এপ্রিল ভোরে আসামিরা আব্দুর রহমানের বসতঘরে হামলা করেন। এসময় তারা আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা করেন। এসময় ঠেকাতে গিয়ে আহত হন নিহতের স্ত্রী মোছা. নূরুন্নাহার ওরফে রাবেয়া। এ সময় ঘরের টাকা, সোনার গহনাসহ অন্যান্য মালপত্র লুটপাট করা হয়।  

এ ঘটনায় ওই দিনই নিহতের স্ত্রী নূরুন্নাহার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত দুই/তিনজনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তৎকালীন সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম মামলাটির তদন্ত শেষে ২০০৮ সালের ২৮ জানুয়ারি আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র  দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার সকালে এ রায় দিলেন বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবু সাইদ ইমাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার।  

কিশোরগঞ্জ জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এসআই
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।