ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রিফাত হত্যার মাস্টারমাইন্ড মিন্নি

মুশফিক সৌরভ ও শফিকুল ইসলাম খোকন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
রিফাত হত্যার মাস্টারমাইন্ড মিন্নি আয়শা সিদ্দিকা মিন্নি, ফাইল ফটো

বরগুনা: বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যার মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পনাকারী ছিলেন আয়শা সিদ্দিকা মিন্নি। আদালত রায়ের অবজারবেশনে এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু।

তিনি বলেন, আমরা শুরু থেকেই বলে এসেছি যে রিফাত শরীফের হত্যাকাণ্ড মিন্নির কারণেই সংগঠিত হয়েছে। মিন্নি না হলে এ হত্যাকাণ্ড হতো না। আর আদালতের অবজারবেশনেও ছিল যে মিন্নির কারণেই এ হত্যাকাণ্ড হয়েছে।

কিসলু বলেন, আয়শা সিদ্দিকা মিন্নির জামিনে থাকা নিয়ে আমাদের কোনো হতাশা বা ক্ষোভ নেই। আমরা ন্যায়বিচার চেয়েছি এবং পেয়েছি। রায় দেওয়ার সঙ্গে সঙ্গে মিন্নিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন>> রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ৬ জনের ফাঁসির রায়

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।