ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অ্যাটর্নি জেনারেলের জানাজা সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
অ্যাটর্নি জেনারেলের জানাজা সম্পন্ন

ঢাকা: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলমের জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বেলা সাড়ে ১১টার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আবু সালেহ মো. সলিম উল্লাহ।

জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস‌্য, আইনজীবীরাসহ তার শুভাকাঙ্খীরা।

জানাজার আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, মাহবুবে আলম নিজের সর্বোচ্চটা দিয়েছেন আইন পেশা ও আইনজীবীদের প্রতি দায়বদ্ধতা রক্ষা করার জন্য। সেই দায়বদ্ধতা রক্ষা করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকেন, তবে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। আর যদি কারো কোনো ধরনের পাওনা থেকে থাকে তাহলে তার কন্যা আইনজীবী শিশির কনার সঙ্গে অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন।

মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব বলেন, কোনোভাবে যদি আমার বাবার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাকে ক্ষমা করে দিয়েন। আমার বোন আইনজীবী সমিতির সদস্য তার প্রতি আপনারা খেয়াল রাখবেন।

জানাজার পর মাহবুবে আলমের কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, রেলমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ঢাকা দক্ষিণের মেয়র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বাবিদ্যালয়ের ভিসি, পুলিশের আইজিপি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ল’ রিপোর্টার্স ফোরামসহ বিভিন সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।

এখন আনুষ্ঠানিকতা তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।

 আরও পড়ুন>>
অ্যাটর্নি জেনারেলের সম্মানে সোমবার সুপ্রিম কোর্ট বসছেন না
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কর্মময় জীবন
মাহবুবে আলমের ন্যায়নিষ্ঠতা অনুসরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
সোমবার সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা, দাফন বুদ্ধিজীবী কবরস্থানে

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।