ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ১০ বছরের শিশু ধর্ষণ মামলায় ছানার মাঝি নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ছানার কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়া পূর্বপাড়ার মৃত আবেদ আলীর ছেলে।  

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুন খোকসার আমবাড়ীয়া এলাকায় ১০ বছরের একটি মেয়ে ছাগল আনতে মাঠে গেলে ছানার তাকে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় ছানারকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলা নম্বর-০৬।
মামলাটির তদন্ত শেষে ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।