ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কৃষক বদিউর রহমান হত্যা মামলায় আব্দুস সাত্তার নামে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ দেন।  

রায়ে মামলার অপর ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার পলাতক রয়েছেন। তার বাড়ি জেলার করিমগঞ্জ উপজেলার দক্ষিণ ধীতপুর গ্রামে।  

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-একই গ্রামের আবু তাহের, মো. তবারক হোসেন, মো. মেনু মিয়া, মো. আনোয়ার হোসেন ও মো. নূরুল ইসলাম।  

বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন-সিরাজ, আব্দুল আলী, মো. শফিকুল ইসলাম, মন্নাক, দীন ইসলাম, মো. দেলোয়ার, জিয়া, নূরুল ইসলাম, হাসান ও মো. শাহীন।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ জুলাই সকালে পূর্ব শত্রুতার জের ধরে ধীতপুর গ্রামের কৃষক বদিউর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে ও বল্লমবিদ্ধ করে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় ২৬ জুলাই নিহতের ছেলে মো. গোলাপ মিয়া বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল সিদ্দিক ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলার বিচারকাজ চলার সময় আব্দুল বারিক নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার সকালে এ রায় দেন বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জীবন কুমার রায়। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।