ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

দিনাজপুর আদালতে ইউএনও’র ওপর হামলার ২ আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
দিনাজপুর আদালতে ইউএনও’র ওপর হামলার ২ আসামি

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় রংমিস্ত্রী নবিরুল ও সান্টুকে আদালতে নেওয়া হয়েছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে তাদের দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে হাজির করা হয়।


 
তবে এই মামলার মূল আসামি আসাদুল হক অসুস্থ থাকায় তাকে এখনো পুলিশে হস্তান্তর করা হয়নি।

এর আগে, সকাল ১০টায় ঘোড়াঘাট থানা থেকে পুলিশের একটি দল তাদের আদালতের নেওয়ার উদ্দেশে রওনা হয়। পরে দিনাজপুরের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে, ওই দুই আসামিকে আদালতে নিয়ে আসা উপলক্ষে দিনাজপুর আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

**ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।