ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

গোবিন্দগঞ্জে শিশু সামি হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
গোবিন্দগঞ্জে শিশু সামি হত্যায় ৩ জনের যাবজ্জীবন ...

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রাফসান সামি (৩) হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্ত তিন আসামিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মাহফুজার রহমান, শালজার রহমান ও মফিজুল ইসলাম।  

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জের রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশু সন্তান সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান আসামিরা। পরে মুক্তিপণ না পেয়ে সামিকে শ্বাসরোধ করে হত্যার পর মাটিচাপা দিয়ে রাখে। ঘটনার একদিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে সামির বাবা মেজবাবুল গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার চার মাস পর আসামিদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ওই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন বিচারক।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।