ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

গৃহবধূকে হত্যার অপরাধে কুষ্টিয়ায় যুবকের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
গৃহবধূকে হত্যার অপরাধে কুষ্টিয়ায় যুবকের ফাঁসি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর থানায় এক গৃহবধূ হত্যা মামলায় যুবকের ফাঁসি দিয়েছেন আদালত।

বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতর বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের মৃত ছাগিরত আলী মোল্ল্যার ছেলে কালম মোল্লা ওরফে কলম মোল্লা (৩০)।

আদালত সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের তিন সন্তানের জননী পারুল খাতুনকে (২৮) নিজ বাড়ির সামনে প্রতিবেশী কলম কুপিয়ে জখম করে পালিয়ে যান। এতে গৃহবধূ পারুল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মৃত গৃহবধূর বাবা হাবিল শেখ বাদী হয়ে দৌলতপুর থানায় কলম ও তার স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

কুষ্টিয়া জলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নদী বলেন, অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আসামি কলমকে ফাঁসি দেন বিজ্ঞ আদালত। এছাড়া আসামি লিপি খাতুনের বিরুদ্ধ অভিযোগ প্রমাণ না হওয়ার তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ