ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ১৪ বছরের কিশোরী ধর্ষণের মামলায় মিঠু (৩০) নামে এক আসামি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহিউদ্দিন এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট বাদল কৃষ্ণ রায় বাংলানিউজকে জানান, রূপগঞ্জ থানার একটি মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৫৫৪/১৯ ধারায় আসামি মিঠুকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মামলার বাদী আব্দুল আজিজ জানান, রায়ে আমি সন্তুষ্ট। আসামি যে অন্যায় করেছে তার উপযুক্ত বিচার তিনি পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
আরআইএস/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।