ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পর্বতারোহী রত্নাকে গাড়িচাপা দেওয়া চালক রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
পর্বতারোহী রত্নাকে গাড়িচাপা দেওয়া চালক রিমান্ডে

ঢাকা: পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসচালক নাঈমকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত হোসেন এ রিমান্ডের আদেশ দেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) নাঈমকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলী। শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাজধানীর কাফরুল থানার ইব্রাহীমপুর থেকে জব্দ করা হয় কালো রঙের ১২ সিটের মাইক্রোবাসটি। এ সময় গ্রেফতার করা হয় মাইক্রোবাসের চালক নাঈমকেও।

মাইক্রোবাসটির মালিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তা মাসিক ভিত্তিতে ভাড়া দিয়েছেন। ঘটনার দিন ওই প্রতিষ্ঠানের নাইট শিফটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গন্তব্যে নামিয়ে দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মারা যান তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্না।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ