ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টের বেঞ্চ অফিসার মুর্শেদুল বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
হাইকোর্টের বেঞ্চ অফিসার মুর্শেদুল বরখাস্ত হাইকোর্ট

ঢাকা: অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মো. মুর্শেদুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, তার বিরুদ্ধে রুজুকৃত ৯/২০১৮ নম্বর বিভাগীয় মামলায় আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় রোববার দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন এমপ্লয়িজ (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস ১৯৮৩ এর ৪(১) (জি) বিধিমতে তাকে চাকরি থেকে বরখাস্ত (dismissal from service) করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ