ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

ঢাকা: ঢাকা সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়মের বিষয়ে এক বৈঠকে শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নজরে আনলে এমন কথা বলেছেন প্রধান বিচারপতি।

বৈঠকে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেন, সুপ্রিম কোর্টে মামলা দায়ের থেকে আদেশের অনুলিপি পেতে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির শিকার হচ্ছেন আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণ।  বিচারপ্রার্থী জনগণকে এর থেকে  বাঁচাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট প্রশাসন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির সদস্যদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা দরকার।

এসব বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ঢালাও নয়, সুনির্দিষ্ট অভিযোগ দিন। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রধান বিচারপতি আরও বলেন, ই-ফাইলিং চালু হলে এই সমস্যা অনেকটাই নিরসন হবে।  

ভার্চ্যুয়াল এ বৈঠকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ সমিতির ১৪ জন ‍নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন।

পরে এক ফেসবুক বার্তায় সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্ট থেকে ঘুষ-দুর্নীতি নির্মুলে বেঞ্চ (আদালত)ও বারের ( আইনজীবী সমিতি) দৃঢ প্রত্যয় ঘোষণা। অসাধু কর্মকর্তা-কর্মচারী সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ দিন, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান বিচারপতি। নানা অব্যবস্থাপনা রোধে সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে একযোগে সমন্বিতভাবে কাজ করবে বার সমিতি। সমিতির পক্ষ থেকে অবিলম্বে টাস্কফোর্স গঠনের দাবি জানানো হয়েছে।

‘সভার শুরুতে সমিতির পক্ষ থেকে আমি সম্পাদক হিসেবে আইনজীবীদের নানামুখী সমস্যা বিস্তারিতভাবে তুলে ধরি এবং এ সকল সমস্যা সমাধানে অবিলম্বে টাস্কফোর্স গঠনসহ বিভিন্ন দাবি জানাই। এর পর সমিতির কার্যকরী কমিটির সকল সদস্য, অ্যাটর্নি জেনারেল, সমিতির সভাপতি, প্রধান বিচারপতিসহ ৬ জন বিচারপতি খোলামেলা আলোচনা করেন। এখন থেকে বেঞ্চ ও বারের মধ্যে এ ধরনের বৈঠক নিয়মিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, আগস্ট ০৮,২০২০
ইএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ