ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পল্লবী থানায় বিস্ফোরণ, গ্রেফতার তিনজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
পল্লবী থানায় বিস্ফোরণ, গ্রেফতার তিনজন রিমান্ডে ফাইল ছবি

ঢাকা: রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম রিমান্ডের এই আদেশ দেন।

 

ওই তিন আসামি হলেন- রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ।

এদিন দুপুরে তাদের আদালতে হাজির করে এ ঘটনায় হওয়া অস্ত্র মামলায় সাত  ও বিস্ফোরক মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল  চান। শুনানি শেষে বিচারক দুই মামলায় তাদের সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

বুধবার (২৯ জুলাই) ভোরে পল্লবী থানার পরিদর্শকের (তদন্ত) কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) ইমরান (৪৮), এসআই সজীব (৩০) পিএসআই অঙ্কুশ (২৮), পিএসআই রুমি (২৮) ও সাধারণ নাগরিক রিয়াজ (২৮) আহত হন।

পুলিশ জানায়, দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিনের মতো ভারী বস্তুসহ তিন আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়। ভোরে পরিদর্শকের (তদন্ত) কক্ষে ডিজিটাল ওয়েট মেশিনের মতো দেখতে ভারী বস্তুটি তল্লাশি করতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।  

তবে এ বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা দেখছে না পুলিশও। গ্রেফতাররা স্থানীয় কোনো অপরাধ সংগঠনের পরিকল্পনা করছিল বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় পরে পল্লবী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। সেসব মামলায় তাদের এই রিমান্ডে পাঠানো হলো।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
কেআই/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ