ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অসদাচরণ: হাইকোর্টের এমএলএসএস সাময়িক বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
অসদাচরণ: হাইকোর্টের এমএলএসএস সাময়িক বরখাস্ত ...

ঢাকা: অসদাচরণের অভিযোগে আনোয়ার সাদাত নামে একজন এমএলএসএস’কে (অফিস সহায়ক) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা অফিস আদেশ জারি করেছে।

আনোয়ার সাদাত একজন বিচারপতির বাসভবনে কর্মরত ছিলেন। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো এবং নিরাপত্তার জন্য তাকে কর্মস্থলে না এসে বাসায় অবস্থান করতে বলা হয়। কিন্তু তিনি তা অমান্য করে ময়মনসিংহের নিজ বাড়িতে চলে যান। এরপর থেকে যোগাযোগ করেননি আনোয়ার সাদাত।

নির্দেশ অমান্য করে কর্মস্থল ত্যাগ করা, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, কর্তব্যকাজে অবহেলা-ইত্যাদি ঔধত্যপূর্ণ আচরণ অফিস শৃঙ্খলা পরিপন্থী। যা ১৯৮৩ সালের হাইকোর্টের কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে অসদাচরণের সামিল এবং শাস্তিযোগ্য অপরাধ বিধায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে আদেশে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ