ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ইউআইটিএস ভিসির কাছে চাঁদা দাবি করা শওকত কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ইউআইটিএস ভিসির কাছে চাঁদা দাবি করা শওকত কারাগারে ...

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) উপাচার্যের কাছে ৬০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর বারিধারার জামালপুর টাওয়ারের মালিক মো. শওকত হোসেন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ভাটারা থানায় হওয়া মামলায় সোমবার (২৭ জুলাই) ঢ‌াকার মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট বাকী বিল্লাহ তার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন শওকত আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তার পক্ষে ঢাকা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি অ‌্যাড‌ভো‌কেট ইকবাল হো‌সেন জামিন আবেদনের ওপর শুনানি করেন। অপরদিকে ‍বাদীপক্ষে আব্দুল মান্নান ভুঁইয়া ও জুবায়েরুল ইসলাম জামিন আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান।

ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাঝহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করেছি। আমরা বলেছি, শওকত ছয় সপ্তাহের জন্য হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেও নির্দিষ্ট সময়ে আত্মসমর্পণ করেননি। তার বিরুদ্ধে চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগ আছে। তিনি এ মামলার এক নম্বর আসামি। তার বিরুদ্ধে আনীত অভিযোগ জামিন অযোগ্য। তাই তাকে কারাগারে পাঠানো হোক। শুনানি শেষে আদালত সি/ডব্লিউ মূলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনায় গত ২ জানুয়ারি রাজধানীর ভাটারা থানায় শওকতকে প্রধান আসামি করে মামলা করেন ইউআইটিএসের উপাচার্যের ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল। তার বিরদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৮৫ ও ৫০৬ ধারায় ভয়ভীতির মাধ্যমে চাঁদা দাবি ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়। এসব ধারায় অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড হতে পারে আসামির।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শওকত হাসানের মালিকানাধীন গুলশানের বারিধারা এলাকায় অবস্থিত ‘জামালপুর টুইন টাওয়ার-২’ ভাড়া নিয়ে ২০১০ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ইউআইটিএস। এরইমধ্যে ভাটারা এলাকায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শেষ হলে ২০১৯ সালের মে মাস থেকে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর শুরু হয়। একইসঙ্গে ইউআইটিএস উপাচার্যও স্থায়ী ক্যাম্পাসে অফিস শুরু করেন।

গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত শওকত হাসান ও তার ক্যাডাররা উপাচার্যের কাছে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে ৬০ কোটি টাকা চাঁদা দাবি করা ছাড়াও মালামাল স্থানান্তরে বাধা দেন। সর্বশেষ ২০১৯ সালের ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ৫ থেকে ৬ জন সশস্ত্র ক্যাডার নিয়ে উপাচার্যের গাড়ি আটকে ৬০ কোটি টাকা চাঁদা দাবি করেন শওকত হাসান। চাঁদা না পেয়ে পিস্তল উঁচিয়ে হুমকি ও প্রাণনাশের ভয়ভীতিও দেখান তিনি। পরদিন ২০ নভেম্বর এ বিষয়ে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন শওকত। তবে জামিনের মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন ধরেই পলাতক থেকে সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাই চান তিনি। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ইউআইটিএস’র উপাচার্যকে প্রাণনাশের হুমকি দিয়ে ৬০ কোটি চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ