ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

করোনায় ট্যাক্সেস বারের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
করোনায় ট্যাক্সেস বারের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

ঢাকা: করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এম এ গফুর মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩ টার দিকে তিনি রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কাকরাইলে ট্যাক্সেস বারের সামনে জানাজা শেষে গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায় দাফন করা হবে।

এম এ গফুর মজুমদার ২০০৪ থেকে ২০০৫ সালে ঢাকা ট্যাক্সেস বারের সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ