ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমানের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুন ২৪, ২০২০
করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমানের মৃত্যু মোহাম্মদ ইদ্রিসুর রহমান

ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার (২৪ জুন) ভোর ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমানের মৃত্যুর খবর জানিয়েছেন তার ছেলে ইমতিয়াজ রহমান সবুজ।

এদিকে আইনজীবী ও মানবাধিকারকর্মী ইদ্রিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, আমাদের বারের সদস্য ইদ্রিসুর রহমান ভাই করোনায় মারা গেছেন।

গত ১৮ জুন ওই হাসপাতালে ভর্তি হয়ে করোনার চিকিৎসা নিচ্ছিলেন এই আইনজীবী। দুপুরে গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাংগরাবাজারে জানাযা শেষে তাকে দাফন করা হবে।

আইনজীবী ইদ্রিসুর রহমান বিনা পরোয়ানায় গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা এবং রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারা সংশোধনের মামলার আইনজীবী ছিলেন। এছাড়া ১০ বিচারপতি নিয়োগের মামলারও বাদী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০২০
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ