ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

চুরি করতে গিয়ে খালি ফ্ল্যাটে তিনদিন, অতঃপর শ্রীঘরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুন ১৫, ২০২০
চুরি করতে গিয়ে খালি ফ্ল্যাটে তিনদিন, অতঃপর শ্রীঘরে

ঢাকা: রাজধানীর গুলশানের এক‌টি খা‌লি ফ্ল‌্যা‌টে চু‌রি কর‌তে গি‌য়ে কা‌টি‌য়ে দেন তিন‌দিন। অতঃপর মো. মাসুম (৩২) না‌মে ওই ব‌্যক্তি পু‌লি‌শের হা‌তে আটক হন। সোমবার (১৫ জুন) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট সত‌্যব্রত শিকদার তা‌কে কারাগা‌রে পাঠানোর আ‌দেশ দেন।

গুলশানের ১১৭ নম্বরের ভবনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন নর্থ অ্যান্ড কফির ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড হাবার্ড। তিনি কিছুদিন আগে যুক্তরাষ্টে যাওয়ায় ফ্ল্যাটটি খালি ছিল।

ঘ‌রে কেউ আ‌ছে মোবাই‌লের মাধ‌্যমে সি‌সি‌টি‌ভির ফু‌টে‌জে দেখ‌তে পে‌য়ে তি‌নি খবর দেন ঢাকার এক সহকর্মী‌কে। তার মাধ‌্যমে খবর পে‌য়ে শ‌নিবার রা‌তে পু‌লিশ ওই যুবক‌কে আটক ক‌রে।

ত‌বে বা‌ড়ির মা‌লি‌কের পক্ষ থে‌কে কো‌নো মামলা বা জি‌ডি না করায় পুর‌নো এক‌টি চু‌রির মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে পাঁচদি‌নের রিমান্ড আ‌বেদন ক‌রে গুলশান থানাপু‌লিশ। অপরদি‌কে, আসা‌মিপ‌ক্ষে জা‌মিন আ‌বেদন করা হয়। শুনা‌নি শে‌ষে জা‌মিন ও রিমান্ড আ‌বেদন নাকচ ক‌রে তা‌কে কারাগারে পাঠান বিচারক।

এর আ‌গে মাসুম‌কে আট‌কের পর ডিএমপির গুলশান জোনের সি‌নিয়র সহকা‌রী ক‌মিশনার রফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে মাসুম বলেছে, তিনদিন ধরে ওই ফ্ল্যাটে সে থাকছে এবং খাচ্ছে। ওই বাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সে নাচছে।

মাসুম রাস্তার ফুটপাতে থাকে। বাসায় ঢু‌কে অ‌নেক খাবার দে‌খে সে ওগু‌লো খে‌তে থা‌কে। সেখা‌নে আরও ক‌য়েক‌দিন থাকার প‌রিকল্পনা ছিল ব‌লেও জানান এ পু‌লিশ কর্মকর্তা।

দুই বছর আগে মাসুম এক ইতালীয় বাসায় চুরি করার অভিযোগে কারাগারে যায় বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ১৫, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ