ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

চট্টগ্রামের ১২ বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুন ১৫, ২০২০
চট্টগ্রামের ১২ বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশ সুপ্রিম কোর্ট/ ফাইল ফটো

ঢাকা: চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতালকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দুই আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৫ জুন) এ আদেশ দেন।

এছাড়াও চট্টগ্রামের সরকারি/বেসরকারি সব হাসপাতাল-ক্লিনিক ও মেডিক্যাল কলেজগুলোতে করোন ভাইরাসে আক্রান্ত রোগীদের কী কী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তা উল্লেখ করে আগামী ২২ জুনের মধ্যে সিভিল সার্জনকে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম ও মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া। আদালতের আদেশের বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।

এ ১২টি বেসরকারি হাসপাতাল হচ্ছে- পার্কভিউ হাসপাতাল, মেডিক্যাল সেন্টার, ইম্পেরিয়াল হাসপাতাল, সার্জিস্কোপ হাসপাতাল লি., ডেল্টা হাসপাতাল লি., সিএসটিসি হাসপাতাল লি., সিএসসিআর হাসপাতাল লি., ন্যাশনাল হাসপাতাল লি., এশিয়ান হাসপাতাল লি., ওয়েল হাসপাতাল লি., মেট্রোপলিটন হাসপাতাল লি. এবং ম্যাক্স হাসপাতাল লি.।

রিটকারী দুই আইনজীবী হলেন, মো. সাইফুল ইসলাম ও মো. আজিজুল ইসলাম।

তারা করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের দ্রুত, কার্যকর ও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর বিধান মতে চট্টগ্রামে অবস্থিত আইসিইউ বেড এবং ভেন্টিলেশন সুবিধা সম্বলিত সরকারি-বেসরকারি হাসপাতালের ওপর নির্দেশনা চেয়ে এ রিট করেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুন ১৫, ২০২০
ইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ