ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জোনভিত্তিক লকডাউন হওয়ায় ঢাকা সিটি নিয়ে আদেশ নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০২০
জোনভিত্তিক লকডাউন হওয়ায় ঢাকা সিটি নিয়ে আদেশ নয়

ঢাকা: সরকার সারাদেশে জোনভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া অব্যাহত রাখায় ঢাকা সিটি লকডাউন চেয়ে করা রিটের ওপর আদেশ দেননি হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চ।

তবে আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলছেন, যদি লকডাউন ঘোষণা অনুযায়ী কার্যকর না করা হয়, তাহলে বিষয়টি নিয়ে আবারও আদালতের দারস্থ হতে হবে।

সোমবার (১৫ জুন) মনজিল মোরসেদ বলেন, ঢাকা সিটি লকডাউন নিয়ে রিটের ওপর গতকাল শুনানি শেষে আজ আদেশের জন্য ছিল।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল কোর্ট বেঞ্চ আদেশে বলেছেন, ‘সরকার ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশ কোভিড-১৯ রোগীর সংখ্যা বিবেচনায় লাল, হলুদ ও সবুজ জোনে বিভক্ত করে পর্যায়ক্রমে লকডাউনের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এমতবস্থায় বর্তমান পর্যায়ে লকডাউনের বিষয়ে কোনো আদেশ দেওয়া সঙ্গত হবে না মর্মে আদালত মনে করে। ’

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ১১ জুন রিট আবেদনটি দাখিল করা হয়।

রিটে বাদী হয়েছেন অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), অতিরিক্ত সচিব (প্রশাসন), ঢাকার পুলিশ কমিশনার, র্যা বের মহাপরিচালক ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০২০
ইএস/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ