ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ৯, ২০২০
বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

ঢাকা: বাদাম খাওয়ানোর প্রলোভ দেখিয়ে তিন বছরের শিশুকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সুজন মিয়া (৬০) নামে এক বাদাম বিক্রেতা।

মঙ্গলবার (৯ জুন) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান নোমানের আদালতে এ জবানবন্দি দেন বাদাম বিক্রেতা।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজাদ হাওলাদার আসামি সুজন মিয়াকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।

ওই আবেদন মঞ্জুর করে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান নোমান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সুজনেরর জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

হাজারীবাগ থানা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই আব্দুল ওয়াদুদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

গত ১ জুন রাতে বাদাম বিক্রেতা সুজন মিয়া ওই শিশুকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হাজারীবাগের নির্জন একটি বাসায় নিয়ে ধষর্ণ করে। এরপর সে পালিয়ে যায়। ঘটনার দিনই ভুক্তভোগী পরিবার সুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। রোববার (৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সুজনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ০৯, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।